• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় গ্রেফতার নারীমন্ত্রী সন্দ্বীপ কুমার


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৪, ২০১৬, ০৫:১৮ পিএম
ধর্ষণ মামলায় গ্রেফতার নারীমন্ত্রী সন্দ্বীপ কুমার

যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের বরখাস্তকৃত নারী ও শিশু উন্নয়নমন্ত্রী সন্দ্বীপ কুমারকে আজ রোববার গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

সন্দ্বীপের বিরুদ্ধে পুলিশের কাছে ৪০ বছর বয়সী এক নারী নির্যাতনের অভিযোগ নিয়ে বলেন, বছর খানেক আগে রেশন কার্ড দেয়ার কথা বলে সন্দ্বীপ তাকে ডেকে নেন। পরে নেশা জাতীয় ওষুধ দিয়ে বেহুঁশ করে তাকে ধর্ষণ করেন। এরপর গোপনে সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন সন্দ্বীপ। পরে যা ছড়িয়ে দেয়া হয়। ৯ মিনিটের এ ধর্ষণ ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই ওই নারী একটি এনজিওর সহায়তায় অভিযোগটি দায়ের করেছিলেন।

সন্দ্বীপ কুমারের বিরুদ্ধে সুলতানপুরি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে মন্ত্রীত্ব পাওয়ার পরই সন্দ্বীপ ওই নারীকে ধর্ষণ করেন বলে জানান দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ভিকরাম জিৎ সিং। 

নির্যাতিতা নারীর বাড়ি হিমাচল প্রদেশে। তবে গত ২০ বছর যাবৎ তিনি দিল্লিতে অবস্থান করছেন। বিবাহিত ওই নারী ৪ সন্তানের জননী।

তবে সেক্স টেপ কেলেংকারির কারণে বরখাস্ত আম আদমির এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দলিত বলে আমাকে টার্গেট করা হয়েছে।

এই‌ বিষয়ে পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, নীতির প্রশ্নে আমরা কোনো আপস করব না। দুর্নীতি সহ্য করার চেয়ে আমাদের মরে যাওয়াই শ্রেয়।

সন্দ্বীপকে বরখাস্তের মধ্য দিয়ে গত ১৯ মাসে বিভিন্ন অভিযোগে ৩ মন্ত্রীকে সরিয়ে দিয়েছে দিল্লির আম আদমি পার্টির সরকার।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!