• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘নারায়ণগঞ্জবাসী ভোটাধিকার হরণের জবাব দিতে প্রস্তুত’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৬, ০১:১৬ পিএম
‘নারায়ণগঞ্জবাসী ভোটাধিকার হরণের জবাব দিতে প্রস্তুত’

নারায়ণগঞ্জবাসী সরকারের ধারাবাহিক ‘দুঃশাসনের’ বিরুদ্ধে ও মানুষের ভোটাধিকার হরণের জবাব দিতে প্রস্তুত হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাসিক নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে বিএনপি লক্ষাধিক ভোটে জয়ী হবে। তবে সেখানকার স্থানীয় পরিবেশ-পরিস্থিতিতে ভোটাররা ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রিজভী বলেন, ‘নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সন্ত্রাসীদের সহিংস ভঙ্গি প্রদর্শনের নানা আলামত ফুটে উঠছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এর আগেও বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তৎপরতা নেই। সুতরাং নাসিক নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভোটারদের মনেও প্রশ্ন- তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না?’

‘যদি ভোটারেরা ভোটের দিন নির্বিঘ্নে, ভয়ভীতিমুক্ত হয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারে তবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লক্ষাধিক ভোটে বিজয়ী হবে’, বলেন রুহুল কবির রিজভী।

নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অগ্রাহ্য করায় ভোটারদের মনে সংশয় কাজ করছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘যেহেতু নাসিক নির্বাচন নিয়ে স্থানীয় ভোটাররা এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না এবং নির্বাচনী এলাকায় অস্ত্রধারীরা নীরবে অবস্থান করছে; সেহেতু ভোটের কয়েক দিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কি রং ধারণ করবে, তা নিয়ে সংশয় জনমনে বিদ্যমান রয়েছে।’

নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘এই নির্বাচন কমিশন নাসিক নির্বাচন আলোহীন, ভোটহীন, ভোটারশূন্য ও অন্ধকারতুল্য প্রবণতার নির্বাচন সফল করার তৎপরতা চালালে, সেটি প্রতিহত করার জন্য জনগণ দিবানিশি প্রস্তুত থাকবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!