• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী আইনজীবীকে মারধর, যুবক গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৭, ১০:৫৩ পিএম
নারী আইনজীবীকে মারধর, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত চত্বরে পারভিন আক্তার পাপিয়া নামে এক শিক্ষানবিস নারী আইনজীবীকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবন এলাকার রেজিস্ট্রি অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম এস এম সোলায়মান (৩২)। তিনি নগরীর বায়েজিদ থানার কুলগাঁও এলাকার মো. ইউসুফের ছেলে।

এদিকে আহত অবস্থায় ওই নারী আইনজীবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, মঙ্গলবার (২৫ এপ্রিল) পাপিয়ার বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বার কাউন্সিলের নিবন্ধন পরীক্ষার ফরম জমা দেয়ার শেষ দিন। সেজন্য বুধবার ফরম জমা দিতে আইনজীবী সমিতির কার্যালয়ের দিকে আসছিলেন পাপিয়া।

আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, আদালতের দিকে আসার পথে রেজিস্ট্রি অফিসের সামনে সোলায়মানের সঙ্গে পাপিয়ার ধাক্কা লাগে। পাপিয়া এর প্রতিবাদ করলে ওই যুবক অশ্লীল কথা বলার পর্যায়ে পাপিয়াকে কিল-ঘুষি মারতে থাকে। এসময় আশপাশের লোকজন সোলায়মানকে ধরে ফেলে।

তিনি আরো বলেন, ওই যুবককে ধরে আইনজীবী সমিতির সদস্যরা সমিতির কার্যালয়ে নিয়ে আসে। পরে পুলিশের খবর দেয়া হলে পুলিশ সোলায়মানকে থানা নিয়ে যায়। আহত পাপিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় পাপিয়ার স্বামী সিরাজুল ইসলাম ওই যুবকের নামে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, শুনেছি এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে মারধর করায় একজন যুবককে থানায় আনা হয়েছে। এখন থানার বাইরে থাকায় এ বিষয়ৈ বিস্তারিত বলতে পারছি না।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!