• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচনে সেনা মোতায়েন দাবি বিএনপির


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০১৬, ০৪:০৮ পিএম
নাসিক নির্বাচনে সেনা মোতায়েন দাবি বিএনপির

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের স্বার্থে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে  আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ দাবি জানান।

রিজভী বলেন, ‘বিএনপি চায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হোক। নারায়ণগঞ্জ যেহেতু গডফাদারদের শহর হিসেবে পরিচিত তাই সেখানে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করলে সাধারণ ভোটাররা ন্যূনতম নির্বাচনী পরিবেশ পাবেন। তাতে ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন। ভয়ে, আতঙ্কে কোনো গডফাদারকে ভোট দিতে হবে না।’

নির্বাচন কমিশন সংক্রান্ত খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখান করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘হাসানুল হক ইনু যা বলেছেন তা সারবত্তাহীন, শিষ্টাচারবর্জিত, অশোভন এবং নিজ প্রভুকে হাস্যকরভাবে খুশি করার বয়ান ছাড়া আর কিছু নয়। বরং রক্তপাতহীন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরী করতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব সর্বমহলে প্রশংসিত হয়েছে। দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে সুশীল সমাজ তার প্রস্তাবকে যুগোপযোগী হিসেবেই সাধুবাদ জানিয়েছেন।’

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন, শক্তিশালী ও প্রভাবমুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করলে ইনু সাহেবরা ধরাশায়ী হবেন বলেই খালেদা জিয়ার প্রস্তাবে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে। কারণ অবাধ, স্বচ্ছ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন হলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইউপি মেম্বার পদেও জিততে পারবেন কি না- এ নিয়ে তার এলাকাবাসীই সন্দেহ পোষণ করেন।’

বর্তমান নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে এখন কোন ভোটার যান না। কারণ, ব্যালট বাক্স ভরে ফেলা হয় আগের রাতেই।’

সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, আমিরুল ইসলাম খান আলীম, খালেদা ইয়াসমিন, আমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম পটু।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!