• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নীলসাগর’ উদ্বোধন করলেন রেলমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৭, ১০:৪০ এএম
‘নীলসাগর’ উদ্বোধন করলেন রেলমন্ত্রী

উত্তরাঞ্চলের অন্যতম ট্রেন ‘নীলসাগর এক্সপ্রেস’নতুন লাল-সবুজ কোচের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মু‌জিবুল হক ও সংস্কৃ‌তিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ইন্দোনেশিয়ার লাল-সবুজ কোচে নীলসাগর’র উদ্বোধন করেন দুই মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলকে অনেক দূর উন্নয়ন ও অগ্রগ‌তির দিকে নিয়ে গেছে। আগামী ২০১৮ সালের মধ্যে দেশবাসী রেলের যুগান্তকারী উন্নয়ন দেখতে পাবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দা‌য়িত্ব নেওয়ার পর রেলের উন্নয়ন শুরু হয়েছে। নতুন নতুন রেল রুট নির্মাণ ক‌রা হচ্ছে।

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, পূর্বাঞ্চল এবং প‌শ্চিমাঞ্চলে সাড়ে ৬শ’ রেল ক্র‌সিংয়ের মানোন্নয়ন করা হবে। এজন্য ১৮শ’ গেট কিপার নিয়োগ দেওয়া হচ্ছে।

সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‌সৈয়দপুরে কারখানায় কোচ নির্মাণের জন্য প্রকল্প চলমান। এ কারখানা থেকেই আধু‌নিক কোচ নির্মাণ প্র‌ক্রিয়া শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী যাত্রীদের হাতে রজনীগন্ধা উপহার দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!