• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌমন্ত্রীর মন্তব্যে বাণিজ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০১৮, ১০:২৯ পিএম
নৌমন্ত্রীর মন্তব্যে বাণিজ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে তিন বাসের রেষারেষিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (৩০ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-আর-রশিদের ‘বঙ্গীয় মুসলিম লীগ, পাকিস্তান আন্দোলন বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাসচাপায় রোববার (২৯ জুলাই) দুজন শিক্ষার্থী নিহত হন। আমিও বাবা, আমারও সন্তান আছে। আমি এটি সহ্য করতে পারিনি। আমি জানলাম নিহত ছাত্রীর বাবা একজন চালক। তার স্বপ্ন ছিল মেয়েকে মানুষ করবে। তার সারা জীবনের স্বপ্ন সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছে।

তিনি বলেন, এই ঘটনা নিয়ে যদি কেউ(নৌপরিবহনমন্ত্রী) বিরূপ মন্তব্য করেন, তবে আমি দুঃখিত, ব্যথিত ও মর্মাহত। প্রধানমন্ত্রীও এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এটি নিয়ে আমি আর কিছু বলতে চাই না।

নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, হাইকোর্ট দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা দিয়েছেন। তবে জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে হয় না। তবুও পরিবারের সহযোগিতা দেয়ার জন্য এই টাকা দেয়া হবে।

উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রসঙ্গে ভারতের একটি সড়ক দুর্ঘটনার উদাহরণ টেনে অনেকটা অট্টহাসিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছেন। এখন সেখানে কী...আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে বলে।

তোফায়েল আহমেদ বলেন, আমি মনে করি, এই বিষয়ে যদি আপনারা আলোচনা করতে চান, তবে এটা নিয়ে পরে আলোচনা হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!