• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদোন্নতি পেল ৩৩ পুলিশ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০১৭, ০৮:১৩ পিএম
পদোন্নতি পেল ৩৩ পুলিশ কর্মকর্তা

প্রতীকী ছবি

ঢাকা: বিসিএস ক্যাডারের ৩৩ জন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তরা হলো- সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএন পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি রুহুল আমীন, সিলেটের (এসএমপি) উপ-পুলিশ বাসু দেব বনিক, সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পরিচালক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (পুলিশ সুপার) মো. মনির হোসেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার একেএম নাহিদুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিত্যেষ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পিবিআই পুলিশ সুপার মো. মজিদ আলী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের এআইজি কাজী জিয়াউদ্দিন ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!