• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত অবস্থায় সাত কেজি সোনা


নিজস্ব প্রতিবেদক মে ১, ২০১৭, ০৮:৩১ পিএম
পরিত্যক্ত অবস্থায় সাত কেজি সোনা

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাত কেজি সোনা পাওয়া গেছে।

সোমবার (১ মে) বিকেল চারটার দিকে উড়োজাহাজের ভেতর থেকে সোনাগুলো জব্দ করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, ব্যাগটিতে স্কচটেপে মোড়ানো ছয়টি বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলে ১০টি করে মোট ৬০টি সোনার বার ছিল। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। মোট সোনার ওজন ছয় কেজি ৯৬০ গ্রাম। যার মূল্য সাড়ে তিন কোটি টাকা।

জানা গেছে, ইউএস বাংলার উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে সকালে ঢাকায় আসে। উড়োজাহাজে কলকাতাগামী কয়েকজন ট্রানজিট যাত্রী ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে সকালেই ইউএস বাংলার এই উড়োজাহাজ কলকাতায় চলে যায়। কলকাতা থেকে ফিরতি ফ্লাইট আজ বিকেল চারটার দিকে ঢাকায় আসে।

এদিকে, ইউএস বাংলার উপমহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, কলকাতা থেকে আসার পর তাঁদের পরিচ্ছন্নতাকর্মীরা আসনের নিচে ব্যাগটি দেখতে পান।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/জেএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!