• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৩, ২০১৬, ০৩:৫০ পিএম
পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৮

ঢাকা: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। হাসপাতালের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। আজ সকালে লানদি রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর করাচির সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান সিমিন জামিল রয়টার্সকে বলেন, ১৮ জনকে মৃত ও ৪০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে ডনের খবরে জানানো হয়, স্টেশনে লাহোর থেকে আসা ফরিদ এক্সপ্রেস বিরতিতে দাঁড়িয়ে ছিল। কিন্তু মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেস ট্রেনটি আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর লেবার সিনেটর-বিষয়ক উপদেষ্টা সাঈদ গনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ পেছন থেকে আসা ট্রেনটিকে ভুল সিগনাল দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!