• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের পর এবার মর্মাহত তুরস্ক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০১৬, ০৯:৫৫ পিএম
পাকিস্তানের পর এবার মর্মাহত তুরস্ক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় পাকিস্তানের পর মর্মাহত হওয়ার পর এবার মর্মাহত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত নেতা মীর কাসেম আলীকে জামায়াতের ইসলামির প্রধান অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক দুঃখের সঙ্গে জানতে পেরেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তুরস্ক আবারও জোর দিয়ে বলছে, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি এই ভুল চর্চা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ বাড়াবে না।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হয়। এরপরই বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!