• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার প্রতিবাদে বিক্ষোভ


রংপুর প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৭, ০৭:৫৭ পিএম
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার প্রতিবাদে বিক্ষোভ

রংপুর: সরকারিভাবে বিতরণ করা পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক লেখা উপস্থাপনসহ দেশের প্রগতিশীল লেখকদের বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। রোববার (১৫ জানুয়ারি) রংপুর জেলা শিক্ষা অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বিদেশে বই ছাপানোর কারণে একটি মহল সাম্প্রদায়িক উস্কানি তৈরির সুযোগ নিয়েছেন। এটা অমার্জনীয় ভুল। এই ভুলের কারণে দেশে নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। তারা ভুল শিক্ষা নেবেন। এসময় তারা বলেন, দেশের প্রগতিশীল লেখকদের বাদ দিয়ে এভাবে বই ছাপিয়ে সরকার অন্যায় করেছে। যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

সমাবেশে শিক্ষাবিদ মলয় কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন, উদীচী শিল্পী গোষ্ঠি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, প্রজন্ম ৭১’র কেন্দ্রীয় সদস্য দেবদাস ঘোস দেবু, উদীচী রংপুরের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সিপিবি জেলা সদস্য জালাল হোসেন, যুব ইউনিয়নের সম্পাদক প্রদীপ বর্মণ, সংগঠক সৈয়দ আরিফ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম  

Wordbridge School
Link copied!