• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থী নিহত


কক্সবাজার প্রতিনিধি জুলাই ২২, ২০১৭, ০৯:১৯ পিএম
পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থী নিহত

ঢাকা: কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ধসে সাব্বির আলম রেদওয়ান (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

ঝরনা দেখতে আসা ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৭ বন্ধু মিলে শুক্রবার কক্সবাজার বেড়াতে আসেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে হিমছড়ির ৪ নম্বর ব্রিজ এলাকার ঝরনায় গোসলের সময় পাহাড়ের একটি অংশে ধস নামে। এতে রেদওয়ান ও তার ৩ সঙ্গী গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর ৩ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টুটুল আরো জানান, রেদওয়ানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত পর্যটকদেরকে বিকেলে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা।

তাঁদের মধ্যে সাব্বিরকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!