• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরস্কার পেলেন সেই পুলিশ কনস্টেবল পারভেজ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০১৭, ০৬:২৬ পিএম
পুরস্কার পেলেন সেই পুলিশ কনস্টেবল পারভেজ

ঢাকা: অসীম সাহসিকতা ও মানবসেবার স্বীকৃতি হিসেবে আইজিপি এবং বেসরকারি প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড পুলিশ কনস্টেবল পারভেজ মিয়াকে পুরস্কৃত করেছে। তাকে নগদ ১ লাখ টাকা ও ক্রেস্ট পুরস্কার দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। এবং একটি ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি মোটরসাইকেল দিয়েছেন এসিআই মটরস লিমিটেড।

রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আইজিপি এ কে এম শহীদুল হক পারভেজ মিয়ার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় এসিআই মটরস লিমিটেডের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস পারভেজকে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।

আইজিপি বলেন, পুলিশ জনগণের কল্যাণে মানুষের জন্য কাজ করে। জননিরাপত্তা বিধানকালে পুলিশ নিজের জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করে না। তার প্রকৃষ্ট উদাহরণ কনস্টেবল পারভেজ।

পারভেজের মহতি কাজের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তার সাহসিকতা পুলিশ সদস্যদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে। তিনি প্রতিটি পুলিশ সদস্যকে মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে জনসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

আইজিপি এসিআই মটরস লিমিটেডের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কাজে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মহসিন হোসেন, ডিআইজি (এইচআরএম) রৌশন আরা বেগম, ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (অপারেশনস্) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (অর্থ) এ কে এম শহীদুর রহমান, ডিআইজি (হাইওয়ে) মো. আতিকুল ইসলাম এবং এসিআই মটরস্ লিমিটেডের ডিজিএম খাইরুল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এ সময় কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল পারভেজ স্থির থাকতে পারেননি। তিনি সেবার মহানব্রতে উজ্জীবিত হয়ে ডোবার ময়লা পচা দুর্গন্ধযুক্ত পানিতে ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবন বাজি রেখে বাসের জানালার কাঁচ ভেঙ্গে সাত মাসের শিশুসহ প্রায় ২৬ জন যাত্রীর জীবন বাঁচান পারভেজ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!