• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘পূর্ণাঙ্গ রায়ের আগে ৫৪ ধারা সংশোধন নয়’


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০১৬, ০২:৪৫ পিএম
‘পূর্ণাঙ্গ রায়ের আগে ৫৪ ধারা সংশোধন নয়’

বিনা ওয়ারেন্টে গ্রেফতার সংক্রান্ত ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা সংশোধন বিষয়ে পূর্ণাঙ্গ রায়ের আগে কোনো পদক্ষেপ নেয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৯ মে) সকালে বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা সংশোধন বিষয়ে হাইকোর্টের রায়ে নির্দেশনা ছিল। সম্প্রতি সেই রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

ধারা সংশোধনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি তো আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছি, সরকারের অবস্থান এটা। এই মামলাটা খারিজ করার সময় আপিল বিভাগ বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি শুনেছি, তারা কিছু মডিফিকেশন করবেন। সেই মডিফিকেশন না আসা পর্যন্ত আমরা এখানে কোনো পদক্ষেপ নেব না।’

দুটি ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হয়েছে। সাতক্ষীরার জাবেদ আলী বিচারকের ভুলে ১৩ বছর কারাভোগ করেছেন। অপরদিকে ভুল আইনে বিচার করায় সাতক্ষীরার আবদুল জলিল ১৪ বছর ধরে কারাভোগ করেছেন। এসব ঘটনায় বিচারকদের কোনো দুর্বলতা বা অপরাধ হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘দুটো ঘটনা আমি খবরের কাগজে দেখেছি সেটা নিঃসন্দেহে দুঃখজনক। বিচার বিভাগের ভুলত্রুটি হবে না, এমন নিশ্চয়তা তো আমি দিতে পারি না। কারণ এটা তো মানুষচালিত। কিন্তু চেষ্টা করা হবে এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।’

এ বিষয়ে গণমাধ্যমকে ভুমিকা রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেন। এমন ঘটনা যদি চোখে পড়ে আপনারা নিশ্চয়ই আমার গোচরে আনবেন। তাহলে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। এতোটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি।’

এক্ষেত্রে বিচারকদের কোনো ব্যর্থতা থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে কি না? জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই, এটাই স্বাভাবিক। কর্তব্য পালনে ব্যর্থ হলে ডিপার্টমেন্টাল প্রসিডিউর হবে এবং সেখানে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে মামলা হবে। আর দেওয়ানি অপরাধ হলে সেখানেও মামলা হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!