• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
আসন্ন ঈদুল আজহা

প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন সাড়ে ৫২ হাজার টাকা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০১৭, ০৫:৩৩ পিএম
প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন সাড়ে ৫২ হাজার টাকা

ঢাকা: এবারের আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগেই প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা করে সম্মানী ও উৎসব ভাতা পাবেন। 

রোববার (৬ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ঈদের বকেয়া উৎসব ভাতা, ৩ মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতাসহ মোট সাড়ে ৫২ হাজার টাকা করে প্রত্যেককে দেয়া হবে। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন কাউন্সিলের সাবেক সহসভাপতি  অধ্যাপক ডা. মো. আ. সালাম খান ও মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ। উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বাড়ানো হয়েছে। চাকরিজীবীদের মতো তাদেরও দেওয়া হচ্ছে উৎসব ভাতা। 

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!