• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী নেত্রকোনায় যাচ্ছেন বৃহস্পতিবার


নেত্রকোনা প্রতিনিধি মে ১৭, ২০১৭, ০৬:১৩ পিএম
প্রধানমন্ত্রী নেত্রকোনায় যাচ্ছেন বৃহস্পতিবার

নেত্রকোনা: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতি বৃষ্টির কারণে খালিয়াজুরী উপজেলার ১৭ হাজার ৭০ হেক্টর ফসলী জমি তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে ২৫ হাজার কৃষক পরিবার। সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়, ত্রানের জন্য হাহাকার চলছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন। এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে খালিয়াজুরী উপজেলা সদরে কলেজ মাঠসংলগ্ন নির্মিত হ্যালিপ্যাডে নামবেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!