• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ২ পুলিশ আহত


বগুড়া প্রতিনিধি জুলাই ১৫, ২০১৮, ০১:৫০ পিএম
‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ২ পুলিশ আহত

বগুড়া : জেলার কাহালু উপজেলার পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে বকুল সরদার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবদ্ধি এবং ২ পুলিশ সদস্য আহত হয়েছে।

শনিবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া তিনটায় কাহালু উপজেলার খামারপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, কাহালু থানার ওসি মো: শওকত কবিরের নেতৃত্বে রাত ৩টার দিকে টহল চলাকালে খামারপাড়া এলাকায় গেলে ১০/১২ জন একটি দল পুলিশের গাড়ী লক্ষ্য করে হামলা শুরু করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ আহত বকুল সরদারকে আটক করে। সংঘর্ষে পুলিশ কনষ্টেবল আব্দুল মতিন ও গোলাম মোস্তফা আহত হন বলে তিনি জানান।

কাহালু থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, গুলিবিদ্ধ বকুল সরদার কাহালু উপজেলার কালাই ঘোণপাড়া গ্রামের বুলু সরদারের ছেলে। সে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তার নিকট থেকে ১১০ পিস ইয়াবা ও একটি হাসুয়া ও চাকু উদ্ধার হয়। বর্তমানে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

এছাড়া উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাহালু থানায় ৮টি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!