• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ধু দিবসের রং হয়ে তুই থাকবি আমাদের হৃদয়ে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) আগস্ট ৫, ২০১৮, ০৯:০৩ পিএম
বন্ধু দিবসের রং হয়ে তুই থাকবি আমাদের হৃদয়ে

অনেক বছর হলো তোর সাথে দেখা  নেই,
কেমন আছিস তোর ছোট হাসি ঘরে।

আমার না খুব ইচ্ছে করে,তোদের সাথে দেখা করি ।
কিন্তু সময়ের চাবি আমাকে বন্দি করে রেখেছে ।

বয়স হয়েছে মনের মাঝে,
কষ্টের পাহাড় জমেছে নরম দেহে!
কাউকে কিছু বলতে পারি না ।

বলার আগে আওয়াজ আসে,
আমি নাকি ওদের বোঝা ।

তোদের কারো কোনো খবর নেই কেন ?
তোরা কোথায় আছিস কেমন আছিস ।

জানিস মাঝে মাঝে মনের জানালা,
খুলে বসে তোদের ছবি আঁকি ।

আমার না খুব ইচ্ছে করে,  আবার এক হই আমরা ।

তোদের কি আমার কথা মনে আছে ,
তোরা সবসময় আমাকে হাসির রাজা বলতি ।

এখন আর হাসি না,
কষ্টের সাথে ঘর করছি ।

বন্ধু তোরা তোদের মন বাগানে ভালো থাকিস ,
ভালোবাসি তোদের বকা !
রাতে আঁধারে তোদের ছায়া ভালোবাসি ।

নিরবে কান্না হয়ে,
তোরা সবসময় আমার সাথে আছিস ।

ভালোবাসি তোদের দুষ্টুমি ,
কখনো যদি সময় থাকে।

সবাই তোরা চলে আসিস ,
আমার পুরাতন ঠিকানায় ।

তোদের মনে আছে তো!
আমার ঠিকানা কোথায় ।
কলেজ আড্ডায় অর্ঘ্য কে অনেক বার বলেছি ।

আমার চোখে আলো নেই ,
চার পাশ কেমন জানি নীরব।

আর আমি তোদের কথা ,
মনে করতে করতে সময় পার করি ।

তোরা আসবি তো আমায় দেখতে ?
সাখাওয়াত  আমাকে অনেক বার বলেছিলো,
আমায় দেখতে আসবে যখন আমি একা থাকেবা ।

আজ আমি বড় একা !
দেখার মতো আমার কেউ নেই ।

মাঝে মাঝে ডা.তানবীর আসে,
আবার কিছুক্ষণ থেকে চলে যায় ।

তোরা যেদিন আসবি,
সজীব কে সাথে করে নিয়ে আসিস ।

ওর নিরব কান্না আমাকে কষ্ট দেয় ।
আমি অন্ধকার থেকে শুনতে পাই সে ভালো নেই ।

কিছুক্ষণ পর আবার রাত হবে ,
আমি ঘুমন্ত মানুষ চাঁদের আলোর মাঝে ।

মনের জানালা খুলে তোদের নিয়ে লিখবো,
মোজাহিদ কিন্তু অনেক বড় হয়েছে ।

মানুষের কষ্টে ও কষ্ট পায় ,
ছেলেটি বড় ভালো তোরা সবাই ওর খেয়াল রাখবি ।

পুলিশ বন্ধু রুবেল অনেক ব্যস্ত !
ওর তো কোন খবর নেই ।
রাষ্ট এখন বন্ধু হয়েছে নিরব রাখে জনগন কে ।

মাহমুদুলের চাকরি টা হয়েছে,
চাকরির আশায় বেঁচে আছে বাংলাদেশের বুকে।

আমার বিদায় নেওয়ার সময় এসেছে বন্ধুরা !
জীবন কাঁটা আটকে গিয়েছে,
ঘরের দরজা আবার বন্ধ হবে ।

ভালোবাসি বন্ধু তোমাদের প্রিয় মুখ গুলো কে ,
মনে রেখো আমায় তোমাদের জীবন খাতার মাঝে ।

আচ্ছা এখানে গোলাম মোস্তফা দুঃখু থাকে ?
তিনি তো অনেক বছর হলো মারা গিয়েছেন ।

বন্ধু রাতে অন্ধকারে এসে আবার চলে  গেলি ,
যখন তোকে মনে পড়লো বিদায় নিলি বহু আগে ।

আমরাও তোকে অনেক ভালোবাসি বন্ধু
ভালো থাকিস তোর প্রিয় মাটির ঘরে ।
বন্ধু দিবসের রং হয়ে তুই থাকবি আমাদের হৃদয়ে ।

Wordbridge School
Link copied!