• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যাদুর্গত প্রতিটি মানুষের খাদ্য নিশ্চিত করা হবে


গাইবান্ধা প্রতিনিধি আগস্ট ২৬, ২০১৭, ১১:১৪ এএম
বন্যাদুর্গত প্রতিটি মানুষের খাদ্য নিশ্চিত করা হবে

গাইবান্ধা: বন্যাদুর্গত এলাকার রাস্তাঘাট শিগগিরই ঠিক করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বন্যার্তদের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ শেষে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- যেখানেই বানভাসী মানুষ সেখানেই দাঁড়িয়েছে সরকার। বন্যাদুর্গত এলাকায় প্রতিটি মানুষের খাদ্য নিশ্চিত করা হবে।

এর আগে সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে তিনি গোবিন্দগঞ্জের বোয়ালিয়া হেলিপ্যাডে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্যা মোকাবেলায় আগে থেকেই সরকারের প্রস্তুতি ছিল। তাই এমন ভয়াবহ বন্যায়ও ক্ষয়ক্ষতি কম হয়েছে। নদী ভাঙনরোধে তার সরকার স্থায়ী ব্যবস্থা নেবে বলে নদীপাড়ের দুর্গতদের আশ্বাস দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বন্যার কারণে খাদ্য ঘাটতি হতে দেবে না সরকার। প্রয়োজনে বিদেশ থেকে খাদ্য আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!