• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের ত্রাণ দিলো সেতারা সালেহা ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০১৭, ১০:১১ পিএম
বন্যার্তদের ত্রাণ দিলো সেতারা সালেহা ফাউন্ডেশন

ঢাকা: ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির(আরডিজেএ) উদ্যোগে গঠিত ত্রাণ সহায়তা কেন্দ্রে ৫০০ প্যাকেট (প্রায় ৫ টন খাদ্য) ত্রাণ দিয়েছে সেতারা সালেহা ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে চাল, চিড়া, তেল, মোমবাতি, গুড়সহ এগারো ধরনের উপকরণ।

সোমবার(২১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অবস্থিত আরডিজেএ-এর ত্রাণ সহায়তা কেন্দ্রে এই সহায়তা প্রদান করেন সেতারা সালেহা ফাউন্ডেশনের চেয়ারম্যান কর্নেল শাহীদ উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল গণি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব এবং আরডিজেএর ত্রাণ সহায়তা কমিটির আহ্বায়ক অমিয় ঘটক পুলক, আরডিজেএ-এর সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপুসহ আরও অনেকে।

দেশের উত্তরাঞ্চলে প্রায় ৩০টি জেলার মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ৩০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি, গবাদি পশু, ফসলের জমি ও সহায় সম্বল হারিয়ে দিশেহারা তারা। সরকারি হিসেবে এ পর্যন্ত ১২১ জন নিহত হয়েছেন। এসব বানভাসী অসহায় মানুষের সহযোগিতার জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা(আরডিজেএ)।

ত্রাণ সহায়তার জন্য হেল্প লাইনও খোলা হয়েছে। কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭৬৮৯২৯৪৯২ (পুলক) ও ০১৯১২৯৯৭০৮৫ (মিজান) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!