• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে বিকাশ পয়েন্টের ক্যাশ থেকে ৫ লক্ষাধিক টাকা চুরি


বরিশাল ব্যুরো মে ২৫, ২০১৮, ০৬:০৩ পিএম
বরিশালে বিকাশ পয়েন্টের ক্যাশ থেকে ৫ লক্ষাধিক টাকা চুরি

বরিশাল : জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর বিকাশ পয়েন্ট ও সাইফুল্লাহ্ মোবাইল গ্যালারির ক্যাশ বাক্স ভেঙ্গে শুক্রবার (২৫ মে) দুপুরে ৫ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টরকী বন্দর বিকাশ পয়েন্ট ও সাইফুল্লাহ্ মোবাইল গ্যালারির মালিক সাইফুল ইসলাম বেপারী জানান, টরকী বাসস্ট্যান্ডস্থ হারুন অর রশিদ সুপার মার্কেটের তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের থাই গ্লাসের দরজার তালা মেরে পার্শ্ববর্তী মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে থাই গ্লাসের দরজা ও ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ৫ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে দোকানে ফিরে দরজা ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা দেখেতে পান। তিনি আরও জানান, ক্যাশ বাক্সে বিকাশ, রকেট, শিওর ক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংঙ্কিংয়ের ৫ লাখ টাকার অধিক ছিল।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মাজাহারুল ইসলাম জানান, চুরি হওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!