• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ নিয়ে মোদির কাছে মমতার এক গাদা অভিযোগ


আন্তর্জাতিক ডেস্ক মে ২৬, ২০১৭, ০২:৩৩ পিএম
বাংলাদেশ নিয়ে মোদির কাছে মমতার এক গাদা অভিযোগ

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশ নিয়ে এক গাদা অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। দিল্লিতে আজ এক বৈঠকে রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি তিনি অভিযোগগুলোও উপস্থাপন করেন।     

বিভিন্ন আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে জোরদার অভিযোগ মুখ্যমন্ত্রীর অনুরোধ, দ্বিপাক্ষিক স্তরে এর সমাধান হোক। পাশাপাশি মমতার ক্ষোভ, ‘ইলিশ দেয়া তো বাংলাদেশ বন্ধ করেই দিয়েছে। মালদাহ-মুর্শিদাবাদের আমও এখন বাংলাদেশে রপ্তানি করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমদানি শুল্ক দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশ। তাই এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ জানাই।’

ওই বৈঠকের পর মমতা বলেন, ‘আত্রেয়ী, পুনর্ভবা ও টাঙন— এই তিনটি আন্তর্জাতিক নদীর স্রোত শুকিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে। বাংলাদেশ এমন ভাবে বাঁধ দিয়েছে যে, দক্ষিণ দিনাজপুরে পানির প্রবল অভাব দেখা দিয়েছে। বাংলাদেশের মাথাভাঙা নদী নদিয়া দিয়ে বয়ে গিয়েছে চূর্ণী নামে। পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পরিষদ মেপে দেখেছে, বাংলাদেশ থেকে এতো বেশি বর্জ্য পদার্থ এ নদী বয়ে আনছে যে, এপারে তার পানি ব্যবহারের অযোগ্য।’ 

মমতা এও বোঝাতে চাইছেন, বাংলাদেশের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক বিষয় দীর্ঘদিন ঝুলে রয়েছে। সেগুলোর আগে সমাধান হোক। 

এদিকে দু’মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন মমতা। তিস্তার বদলে তোর্সার পানি দিতে চেয়ে তার সেই প্রস্তাব ঘিরে বিতর্কও হয়েছিল যথেষ্ট। তিস্তা চুক্তির ভবিষ্যৎ যে আরও তলানিতে গিয়ে ঠেকছে, মমতার অভিযোগ তারই ইঙ্গিত দিচ্ছে। 

কেউ আবার বলছেন, তিস্তা নিয়ে বাংলাদেশ এবং মোদি সরকারের চাপকেই মূলত সুকৌশলে ফেরত পাঠিয়েছেন মমতা।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!