• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বিমানের মন্ত্রী না আমি: বিমানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৮, ১০:৫৪ পিএম
বাংলাদেশ বিমানের মন্ত্রী না আমি: বিমানমন্ত্রী

ঢাকা: বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি বিমানমন্ত্রী, কিন্তু বাংলাদেশ বিমানের মন্ত্রী না আমি। আমি হচ্ছি- বেসরকারি যারা, রিজেন্ট আছে, ইউএস-বাংলা আছে, নভো, ইন্ডিগো, আমি তাদের মন্ত্রী।’

বুধবার (১৮ এপ্রিল) রাজধানীর মহাখালীর একটি হোটেলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আমাকে বিমানমন্ত্রী বলা হয়। আমি দুঃখের সঙ্গে বলি, আমার কী দায়িত্ব আছে? বিমানের ম্যানেজিং ডাইরেক্টরকে পুনর্নিয়োগ করা হয়েছে, তা একবারও আমাকে জিজ্ঞেস করা হয়নি।'

শাহজাহান কামাল বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি- বাংলাদেশ বিমান। কদিন আগে আমার সঙ্গে কাতার এয়ারলাইন্সের লোকজন দেখা করেছিল। তাদের কাছে জানতে চেয়েছিলাম, তাদের পপুলেশন কত? তারা জানালো ২৭ লাখ। কিন্তু তাদের এয়ারক্রাফটের সংখ্যা কত? প্রায় ১৪৬টি, তারা জানালো। ছোট্ট একটা দেশ, তারা এত উন্নত হতে পেরেছে। আর আমরা, বাংলাদেশ বিমান এত পেছনে পড়ে কেন? আমরা কেন এগুতে পারছি না?’

বিমানমন্ত্রী বলেন, ‘‘আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা বীরের জাতি। আমি সরকারের লোক, সরকারি দলের প্রতিনিধি। আমি দেখেছি, এভিয়েশন খাতে আমাদের প্রাইভেট সেক্টরে যারা, তারা ভালো করছেন।  ইউএস-বাংলার অ্যাকসিডেন্টের বিষয়ে এখন তো বলতে পারবো না, কার দোষ। ইনকোয়ারির পর আমাদের কাছে রিপোর্ট আসবে। প্রধানমন্ত্রী (নেপালের) বলেছেন, ‘আমি এই মুহূর্তে বলতে পারি না। ইনকোয়ারির পর যেটা আসে, সেটাই করবো।’ অ্যাকসিডেন্ট তো হবেই। ট্রেনও অ্যাকসিডেন্ট হয়।’’

২০০৭ সালে কোম্পানি হওয়ার পর বিমান উল্লেখযোগ্য কিছু করতে পারেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, 'বিদেশি এয়ারলাইন্স এদেশে এসে কোটি টাকা নিয়ে গেলেও বিমান বছরের পর বছর লোকসান কেন করছে?'

এর পেছনের কারণ হিসেবে বিমানের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহজাহান কামাল বলেন, 'আপনাদের কাছে টিকিট আছে, অথচ প্যাসেঞ্জারকে বলেন টিকিট নেই। এই যে চুরি, এই যে ডাকাতি কেন হচ্ছে, কারা এজন্য দায়ী? এই যে বিশ্বাসঘাতকতা, এই যে মুনাফেকী; এটা কেন হচ্ছে?'

উল্লেখ্য, তিন মাসে আগে  বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান লক্ষ্মীপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে পরিচালনা পর্ষদের মাধ্যমে, যেখানে মন্ত্রীর তেমন কিছু করার থাকে না বলে আগের মন্ত্রী রাশেদ খান মেননও জানিয়েছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!