• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত ভ্রমণচুক্তি স্বাক্ষর


কূটনৈতিক প্রতিবেদক জুলাই ১৫, ২০১৮, ০৩:৪৮ পিএম
বাংলাদেশ-ভারত ভ্রমণচুক্তি স্বাক্ষর

ঢাকা: বাংলাদেশ-ভারত সংশোধিত ট্রাভেল অ্যাগ্রিমেন্ট ২০১৮ স্বাক্ষর হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরে বৈঠক সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত। 

দুই দেশের সীমান্তে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, দুই দেশের সম্পর্ক খুব ভালো পর্যায়ে রয়েছে। 

সমঝোতার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও সব সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। সকাল সাড়ে দশটায় বৈঠকে যোগ দেন বাংলাদেশের ১৫ ও ভারতের ৯ সদস্যের প্রতিনিধি।

এর আগে রাজনাথ সিং, ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিন দিনের সফর শেষে দুপুরে ঢাকা ছাড়বেন রাজনাথ সিং। 

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!