• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন গতি সঞ্চার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০১৭, ০৫:১০ পিএম
বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন গতি সঞ্চার

ঢাকা: ভারত বাংলাদেশকে মর্যাদার আসন দিয়েছে। যার প্রমাণ পাওয়া গেছে এবারে সফরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রটোকল ভেঙে বিমান বন্দরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। পারস্পরিক সহযোগিতা-বিশ্বস্ততা-বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক আরো সুসংহত হয়েছে। এছাড়া জঙ্গিবাদ দমনেও ভারত-বাংলাদেশ ঐকমত্যে পৌঁছেছে।

এর আগে চারদিনের ভারত সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!