• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ জটিল: বার্নিকাট


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৮:৫৩ পিএম
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ জটিল: বার্নিকাট

ঢাকা: ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, আমি ৩৫ বছর ধরে কূটনৈতিক পেশায় জড়িত। কিন্তু, বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক পরিবেশে কখনও থাকিনি। রাজনৈতিক বিষয়গুলো ভালভাবে জানতে আমরা সব সময় আলোচনা করে থাকি।

বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি)সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বার্নিকাট সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে এক বৈঠক করেন। 

বৈঠকে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের প্রশ্নে বার্নিকাট বলেন, সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। নতুন মার্কিন প্রশাসন নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারবে। তাদের কাজে জনমতের প্রতিফলন ঘটবে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন বর্জনের ঝুঁকি বিএনপির নেবে বলে আমার মনে হয়না। তারা ফের সেই পথে গেলে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়ার আশংকা রয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!