• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে করতে এসে শ্রী-ঘরে বর


রাজশাহী প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৬, ০৭:২৯ পিএম
বাল্যবিয়ে করতে এসে শ্রী-ঘরে বর

রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় বাল্যবিয়ে করতে এসে  শ্রী-ঘরে যেতে হলো বরকে। শুক্রবার (৯ ডিসেম্বর) বাল্যবিয়ে করতে আসার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বরকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত বর হলেন, উপজেলার ভাংগিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (২২)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বানেশ্বরের বাসিন্দা ইকবাল তার স্কুল পড়ুয়া (১৫) মেয়ের বিয়ের আয়োজন করেন। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান ও পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বরকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।

পরে ঘটনার দিন রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামী হাবিবুর রহমানকে তার অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৯-এর ৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।  

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!