• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ছে মৌসুমি রোগে আক্রান্তের সংখ্যা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৮, ২০১৬, ০১:৪৬ পিএম
বাড়ছে মৌসুমি রোগে আক্রান্তের সংখ্যা

রাজধানীতে বাড়ছে মৌসুমি রোগে আক্রান্তের সংখ্যা। ঋতু পরিবর্তনের কারণে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া, জ্বর, টাইফয়েডসহ নানা রোগে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। রোগ প্রতিরোধে বছরের এই সময়টায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।

মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের ওয়ার্ড ভর্তি রোগীর উপস্থিতি জানিয়ে দিচ্ছে বছরের এ সময়টায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ব্যস্ততা তাই চিকিৎসকদেরও। প্রতিদিনই ৩ শতাধিক রোগী ভর্তি হচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে।

হাসপাতাল সূত্র বলছে, ডায়রিয়া ছাড়াও সম্প্রতি বেড়েছে টাইফয়েড, জ্বরসহ নানা অসুখ। রয়েছে ডেঙ্গুর প্রকোপও। সারা দেশে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন। রয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপও।

এক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর বেশী গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, এ সময় সুস্থ থাকতে হলে বাইরের খাবার এড়িয়ে চলার পাশাপাশি গুরুত্ব দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ওপর।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!