• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ি থেকে ৩ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ


গাজীপুর প্রতিনিধি মার্চ ২২, ২০১৭, ১০:১৩ এএম
বাড়ি থেকে ৩ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

গাজীপুর : গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পলিথিন ব্যাগ ব্যবসায়ীর স্ত্রী  চম্পা বেগমকে (৩২) ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

মঙ্গলবার (২১ মার্চ) পারিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (মনিটর এন্ড এসফোর্সমেন্ট) মোসাদ্দেক মেহেদী ইমাম -এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের ভোগরা বাইপাস এলাকার কেনাকাটা গলির স্থানীয় মোস্তফা কামালের বাড়ির  (হোল্ডিং- ২৩৭) ভাড়াটিয়া বাবুল মিয়ার ঘরে অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।      

অভিযানের খবর পেয়ে চম্পা বেগমের স্বামী বাবুল আগেই পালিয়ে যায়। পরে তার স্ত্রী চম্পা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ পলিথিন গুলো জব্দ করা হয়।

এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক অনিতা ঘোষ ও উত্তম কুমার  উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!