• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি রাস্তায় নামলে সামাল দেয়া যাবে না: ফখরুল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৭, ০৭:৪৬ পিএম
বিএনপি রাস্তায় নামলে সামাল দেয়া যাবে না: ফখরুল

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ছাত্রলীগের এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি আন্দোলনে দুর্বল হলেও সমর্থনে তাদের দুর্বল ভাবলে চলবে না। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ‘এর কারণ সরকার জানে, বিএনপি রাস্তায় নেমে পড়লে তাদের সামাল দেওয়া যাবে না। আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে’।

সোমবার (৯ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, তিনি একটা সত্য কথা উচ্চারণ করেছেন, বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। যেদিন জনগণ ভোটের অধিকার পাবে, সেদিন তারা শক্তিটা প্রদর্শন করবে। আপনারা আসলে জানেন বলেই আমরা আবার সমবেত হতে পারি না, সংগঠিত হতে পারি না, আমরা যেন মিছিল করতে পারি না। নির্বাচনটাকেও সরকার নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে।

শিক্ষাব্যবস্থার অনিয়ম তুলে ধরতে বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এ কে এম ওবায়দুল ইসলাম। বিএনপি যদি এতই দুর্বল হয়, তবে কেন তাদের সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!