• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির কালো পতাকা মিছিল ৫ জানুয়ারি


বিশেষ প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০১৬, ০৭:৪১ পিএম
বিএনপির কালো পতাকা মিছিল ৫ জানুয়ারি

ঢাকা: ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল ও ব্যাজ ধারণ করবে বিএনপি। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সারাদেশের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।

একইসঙ্গে ৭ জানুয়ারি (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও পুনর্ব্যক্ত করেন বিএনপির এ নেতা।

বিএনপিকে ৫ জানুয়ারি রাস্তায় নামতে দেয়া হবে না -আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের এমন প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা যে ক্ষমতায় এসেছে তা আবারও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। হানিফের এমন বক্তব্য গণতন্ত্র হত্যার দৃষ্টান্ত।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনটিতে অংশ নেয়নি বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ওই দিনটিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেব পালন করে আসছে দলটি।


সোনালীনিউজি/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!