• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের জরুরি তলব


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০১৭, ১১:০৮ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের জরুরি তলব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। রোববার রাত ৯টায় তাদের সঙ্গে কথা বলবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত নয়টায় বৈঠক শুরু হবে। এতে দলের সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন গঠন ও সার্চ কমিটির বিষয়ে আলোচনা হতে পারে।

দলের একটি সূত্র জানায়, মূলত সার্চ কমিটির কাছে নাম জমা দেবে কি না, বা দিলে কারা কারা থাকবেন, নামের তালিকা তৈরি, ইত্যাদি বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে রবিবারের বৈঠকে।

বৈঠকে অংশ নিতে পারবেন না পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ থাকায় ভারতে চিকিৎসাধীন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদও থাকছেন না। এ ছাড়া অসুস্থতার কারণে এমকে আনোয়ারও অনুপস্থিত থাকবেন বলে সূত্র জানায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!