• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক সম্পন্ন


বিশেষ প্রতিনিধি মার্চ ২, ২০১৮, ০৬:৩৭ পিএম
বিজিবি-বিজিপি পতাকা বৈঠক সম্পন্ন

ঢাকা : অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সীমান্তে সেনা সমাবেশ করেছে বলে দাবি করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ- বিজিপি। শুক্রবার (২ মার্চ) বিকেলে বিজিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ মধ্যে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানায় বিজিবি।

এ সময় বাংলাদেশ সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঘুমধুম সীমান্তের তুমব্রুর মৈত্রী সেতুতে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান খানের নেতৃত্বে যোগ দিয়েছেন বিজিবির ৭ সদস্য।

কক্সবাজারে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মোতায়েন করা বাড়তি সেনা এখনো পুরোপুরি সরিয়ে নেয়নি মিয়ানমার।

বৃহস্পতিবার (১ মার্চ) রাত থেকে সীমান্তের কাছাকাছি এলাকায় দেশটির সেনা উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বিজিবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!