• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান


বিশেষ প্রতিনিধি জুন ৫, ২০১৮, ০৬:৩০ পিএম
বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান

ঢাকা: এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে। সোমবার (৪ জুন) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিমান বাহিনীর প্রধান পদে তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!