• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে অগ্নিকাণ্ড, ৩ সদস্যের তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০১৭, ০৭:৫৩ পিএম
বিমানবন্দরে অগ্নিকাণ্ড, ৩ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের আগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন লাগার কারণ এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং বিমানবন্দরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কমিটির বাকি হলো- ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধন, সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান।

এদিকে প্রায় আড়াই ঘণ্টার বন্ধ থাকার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, শুক্রবার বিকেল ৪টা থেকে বহির্গমনের যাত্রীরা ভেতরে প্রবেশ করতে শুরু করেন। তার আগেই ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এরআগে শুক্রবার (১১ আগষ্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

দেড় ঘণ্টার চেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

Wordbridge School
Link copied!