• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা!


নিউজ ডেস্ক মার্চ ৩১, ২০১৭, ০৪:৪২ পিএম
ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা!

ঢাকা: বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে থাকলেও দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহরও এটি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) দ্বিবার্ষিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে পরিচালিত ওই জরিপে ঢাকার অবস্থান ৬২তম। অর্থাৎ ব্যয়ের দিক থেকে বিশ্বের মধ্যম মানের শহর ঢাকা।

লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট ইআইইউ সম্প্রতিই কস্ট অব লিভিং সার্ভে-২০১৭ প্রকাশ করেছে। ১৬০ ধরনের পণ্য ও সেবার দামের ভিত্তিতে ব্যয়বহুল শহরের তালিকা করা হয়। এগুলোর মধ্যে খাবার ও পানীয়, পোশাক, বাড়ি ভাড়া, গৃহস্থালি পণ্য, প্রসাধন সামগ্রী, পরিবহন ব্যয়, স্কুল খরচ, ইউটিলিটি বিল, বিনোদন ব্যয় ইত্যাদি রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুর, চেন্নাই ও পাকিস্তানের করাচির চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ঢাকা। দক্ষিণ এশিয়ায় ঢাকার পরে ব্যয়বহুল শহর হিসেবে তালিকায় রয়েছে শ্রীলংকার রাজধানী কলম্বো, বিশ্বে অবস্থান ১০৮তম। তৃতীয় নেপালের রাজধানী কাঠমান্ডু, বিশ্ব তালিকায় ১১৬তম।

তবে ইআইইউয়ের এ তালিকায় প্রথম ছয় শহরের পাঁচটিই এশিয়ার। সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে সিঙ্গাপুর সিটির নাম। এর পরই রয়েছে হংকং (দ্বিতীয়), টোকিও (চতুর্থ), ওসাকা (পঞ্চম) ও সিউল (ষষ্ঠ)। ব্যয়ের দিক থেকে তৃতীয় সুইজারল্যান্ডের জুরিখ ইউরোপীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল।

উত্তর আমেরিকার শহরগুলোর মধ্যে নিউইয়র্ক সবচেয়ে বেশি ব্যয়ের ১০ শহরের মধ্যে আছে। জরিপের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কাজাখাস্তানের আলামাতি। এরপর নাইজেরিয়ার লাগোস (দ্বিতীয়), ভারতের ব্যাঙ্গালোর (তৃতীয়), পাকিস্তানের করাচি (চতুর্থ), আলজেরিয়ার আলজিয়ার্স (পঞ্চম)।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!