• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বয়সে বড় মেয়েদের প্রেমে পরার পাঁচ কারণ


লাইফস্টাইল ডেস্ক জুন ২০, ২০১৬, ০৬:৪৩ পিএম
বয়সে বড় মেয়েদের প্রেমে পরার পাঁচ কারণ

স্কুলের ১৩ নম্বর ঘরের শেষ বেঞ্চে বসে ম্যাডামের দিকে হা করে তাকিয়ে থাকা! পূজার প্যাণ্ডেলে বন্ধুদের ভিড় থেকে আলাদা করা প্রাইভেট টিউশনের ‘দিদি’ মণিকে! কলেজের দ্বিতীয় বর্ষের ‘কোয়েলকণ্ঠি’ দিদি, বয়সে বড় হলেও প্রেম যেন তার থেকেও বড়। ঠিক তেমন, যেমন জমিন থেকে দাঁড়িয়ে আকাশের 'সব থেকে বড়' উজ্জ্বল নক্ষত্র চোখ টেনে নেয়! প্রেমেও কি হয় তেমনটা? সবার না হলেও, এমন অভিজ্ঞতা আছে ব্যতিক্রমী কিছু চরিত্রের। নিজের বয়সের থেকে বেশি বয়সের মেয়েদের সঙ্গে প্রেম। সমাজের মিথ ব্রেক করা এই ব্যতিক্রমী প্রেমকাহিনিগুলোর অন্দরে উঁকি দিলেই যা যা স্পষ্ট দেখা যায়-

কথায় কথায় প্রেম মাতায়
বয়সে বড় মেয়েরা কথাতে অতি পটু। ছেলেদের অভিব্যক্তি তাঁদের ক্ষেত্রে যেমন, ‘বয়সে বড় মেয়েদের কাছে অভিজ্ঞতা আর তাঁদের জীবনবোধ প্রেমিকের থেকে কম বয়সী মেয়দের তুলনায় অনেক বেশি সুন্দর ও গোছানো, যার কারণে কি বলতে হবে আর কোনটা একেবারে কাট করতে হবে, সেটা তাঁরা খুব ভালো জানে’।

কোনো গসিপ নেই
মেয়েরা নাকি খুব গসিপ করে। এক্ষেত্রে বয়সে বড় মেয়েরা একেবারেই পরচর্চায় সময় দেন না। নিজেকে এবং নিজেদের সম্পর্ককে সবচেয়ে গুরুত্ব দেওয়াই তাঁদের স্বাভাবিক আচরণ।

আত্মবিশ্বাসী
বয়সে সদ্য যৌবনে পা দেওয়া মেয়েদের থেকে ২৫ বছর পার হওয়াদের আত্মবিশ্বাস অনেক বেশি। একটা টপিকেই ঘ্যান ঘ্যান তাঁদের না পছন্দ, দাবি বেশির ভাগ কম বয়সী ছেলেদের।

যৌনতায় আদর্শ
প্রত্যেক প্রেমের সম্পর্কেই যৌনতা এমন একটি বিষয় যা একেবারেই ফেলে দেওয়া যায় না, বরং যৌনতাই অনেক সময় প্রেমের চাবিকাঠি। আর এতে বড় মেয়েরা ছোট বয়সীদের থেকে অনেক ধাপ এগিয়ে থাকে।

চাহিদা নেই
এটা দাও, সেটা দাও, ওটা কর, এটা কর, এই মনোভাব একেবারেই থাকে না বেশি বয়সী মেয়েদের। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!