• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভর্তিচ্ছুদের সহযোগিতায় থাকছে রাবি ছাত্রলীগ


রাবি প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৮, ০৮:১৬ পিএম
ভর্তিচ্ছুদের সহযোগিতায় থাকছে রাবি ছাত্রলীগ

ছবি: সোনালীনিউজ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্র্থীদের বিনা পয়সায় মিনারেল পানি ও পরীক্ষা উপকরণ কলম দিচ্ছে শাখা ছাত্রলীগ। সোমবার (২২ অক্টোবর) সকাল ৮ থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়েছে। তাদের এ সহযোগিতা কার্যক্রম চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অস্থায়ী বুথ বসানো হয়। শিক্ষার্থীদের সময় বাঁচানো ও হয়রানি বন্ধে তাদের এ কার্যক্রম। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফয়সাল আহমেদ রুনু বলেন, বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকদের সহযোগিতার জন্য আমরা ছাত্রলীগের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছি এবং বিনা পয়সায় পানির ব্যবস্থা করেছি। এ ছাড়া ভর্তিচ্ছুদের মাঝে কলম বিতরণ করছি। তাদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!