• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ট্রেন-স্কুল বাস সংঘর্ষ, ১৩ শিশু নিহত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৬, ২০১৮, ১০:৪৭ এএম
ভারতে ট্রেন-স্কুল বাস সংঘর্ষ, ১৩ শিশু নিহত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে রেলক্রোসিং পার হওয়ার সময় রেলের ধাক্কায় স্কুলবাসে থাকা ১৩ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন। হতাহতদের সবার বয়সই দশের নিচে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে উত্তর প্রদেশের কৃষ্ণনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওপি সিংহ বলেছেন, বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিল। এ ঘটনায় বাসচালকও মারা গেছেন।

ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ হতাহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং চিকিৎসার খরচ বহন করবেন বলে এক টুইটবার্তায় ঘোষণা দিয়েছেন।

এ মাসে ভারতে এটি দ্বিতীয় বড় স্কুলবাস দুর্ঘটনা। গত ৯ এপ্রিল দেশটির হিমাচল প্রদেশে একটি স্কুলবাস দুইশ ফিট নিচে খাদে পড়ে। এতে বাসে থাকা ৩৩ জন শিশু শিক্ষার্থীর মধ্যে ৩০ জন নিহত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এআই 

Wordbridge School
Link copied!