• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের প্রতি তীব্র ক্ষোভ জানালেন লর্ড কার্লাইল


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০১৮, ০৩:২৬ পিএম
ভারতের প্রতি তীব্র ক্ষোভ জানালেন লর্ড কার্লাইল

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য বিশিষ্ট আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ায় ভারতের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১১ জুলাই) রাতে তাকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার পর তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ফিরতি বিমানে লন্ডনে চলে যান। লন্ডনে নেমে স্কাইপ কলে তিনি দিল্লির মিডিয়ার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন।

লর্ড কার্লাইল সেখানে বলেন, ভারতীয় গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা চুরমার হয়ে গেছে। রাজনৈতিক চাপের মুখে তারা যেভাবে নতিস্বীকার করল এবং ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করল তাতে তাদের লজ্জিত হওয়া উচিত, কৈফিয়ত দেয়া উচিত। তিনি পুরো বিষয়টি লন্ডনে খুব শিগগিরি বিস্তারিত সাংবাদিক সম্মেলন করে জানাবেন বলেও জানান।

ভারতের বিমানবন্দরে যে অল্প কিছুক্ষণ তিনি ছিলেন, সেখানে শুধুমাত্র একজন তরুণ পোর্টার তাকে অসম্ভব সাহায্য করেছিল বলেও যোগ করেন লর্ড কার্লাইল। ভারতে ওই একজন মাত্র লোকের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!