• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারি বর্ষণ হতে পারে শুক্রবার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০১৭, ০৬:১৭ পিএম
ভারি বর্ষণ হতে পারে শুক্রবার

ঢাকা: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার(১১ আগস্ট) সকাল ১০টার  মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার(১০ আগস্ট) আবহাওয়া অফিস এ পূর্বাভাস দিয়েছে। আগামী রোববারের মধ্যে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয় এ সময়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই বায়ুর অবস্থানকালে থেমে থেমেই বৃষ্টি হতে থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!