• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০১৭, ০৭:৩১ পিএম
মঙ্গলবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ

ঢাকা: আগামীকাল মঙ্গলবার(৩ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বি-পাক্ষিক নিরাপত্তা সংলাপ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ সংলাপ শুরু হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ষষ্ঠ এ সংলাপে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা বাণিজ্য, সন্ত্রাসদমন, সমুদ্রসীমার নিরাপত্তা, আঞ্চলিক প্রতিরক্ষা, মানবিক সহায়তা ও ত্রাণ এবং শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে।

সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকাস) আবিদা ইসলাম। আর যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহাকারী মন্ত্রী মাইকেল মিলার।

২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিয়মিত নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশ নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করে থাকে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!