• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলে নদীর অস্তিত্ব


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক আগস্ট ২৬, ২০১৬, ১০:৪৪ পিএম
মঙ্গলে নদীর অস্তিত্ব

মঙ্গল গ্রহের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছেন এক বাঙালি গবেষক।

গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের জিওলজি বিভাগের অধ্যাপক ভূতত্ত্ববিদ সঞ্জীব গুপ্ত। তিনি কলকাতায় জন্ম নিয়েছেন।

তার মতে, মঙ্গলে এক সময় বড় বড় নদী ছিল। ‘লাল গ্রহে’র উত্তর গোলার্ধে ‘অ্যারাবিয়া টেরা’র সুবিস্তীর্ণ এলাকায় ওই সব নদীর হদিস মিলল এই প্রথম। এর ফলে, ‘লাল গ্রহ’ বরাবরই পাথুরে আর বরফে মোড়া ছিল বলে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের মধ্যে যে ‘বিশ্বাস’ ছিল, তাকে নাড়া দিল এই গবেষণা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!