• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহাসাগরে ৭.৪ মাত্রার ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৯, ২০১৬, ০১:৪৪ পিএম
মহাসাগরে ৭.৪ মাত্রার ভূমিকম্প

আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। আজ সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মহাসাগরের আগ্নেয়গিরির দ্বীপ অ্যাসেনশন আইল্যান্ডের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

যুক্তরাজ্যশাসিত অ্যাসেনশন আইল্যান্ডটি আফ্রিকার উপকূল থেকে ১৬০০ কিলোমিটার এবং ব্রাজিল উপকূল থেকে ২২৫০ দূরে। ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এ ছাড়া সুনামির আশঙ্কাও করা হচ্ছে না।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!