• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময়


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০১৮, ০৮:০৯ পিএম
মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময়

ছবি: সোনালীনিউজ

কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ মতবিনিময় সভায় অংশ নেয়।

সভায় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাসের উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান, পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, ইউপি সদস্য মো. ওয়াহিদুজ্জামান ও ইউপি সদস্য সাথী আলী প্রমুখ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও জনতা একসঙ্গে কমিউনিটি পুলিশিং গড়ে তুলতে হবে। সমাজটা আমাদের, সমাজকে সুন্দর করতে আমাদেরই কাজ করতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!