• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সড়ক দুঘর্টনায় নিহত ১


মাদারীপুর প্রতিনিধি মে ২৭, ২০১৮, ০৮:৪০ পিএম
মাদারীপুরে সড়ক দুঘর্টনায় নিহত ১

মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর কলাবাড়ী এলাকার পেট্রল পাম্পের সামনে রোববার (২৭ মে) একটি ট্রাক অপরদিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আলেফ সরদার (৩০) নামের একজন মারা যায়। এই ঘটনায় আরও দুইজন আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটকচর থেকে তালতলা এলাকায় যাওয়ার উদ্দেশে একটি ইঞ্জিনচালিত ভ্যান গাড়িতে আলেফ সরদার ও তার স্ত্রী চায়না বেগম রওনা হয়।

এ সময় ঘটকচর পেট্রল পাম্পের সামনে আসলে অপরদিক থেকে আসা ঢাকা-খুলনা মহাসড়কের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্রাক ওই ভ্যান গাড়িকে ধাক্কা দেয়।

এতে ভ্যান গাড়িতে থাকা যাত্রী সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকার রহমান সরদারের ছেলে আলেফ সরদার মারা যায়।

এ সময় আহত হয় নিহত আলেফ সরদারের স্ত্রী চায়না বেগম ও সদর উপজেলার কাউয়াকুড়ি এলাকার ভ্যান চালক ইউসুফ হোসেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!