• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতিসহ ৫ শিক্ষার্থী বহিষ্কার


টাঙ্গাইল প্রতিনিধি অক্টোবর ৯, ২০১৮, ০৯:৪১ এএম
মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতিসহ ৫ শিক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল: জেলায় ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ থেকে ৫৬ জন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর সিরাজুল ইসলাম জানান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশিতা বিশ্বাস সেমিষ্টার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও গত শনিবার ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে তাকে বর্তমান সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় বসাতে চায়। এসময় কর্তব্যরত শিক্ষকরা এর প্রতিবাদ করায় ওই শিক্ষকদের লাঞ্ছিত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার ও তার সহযোগীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় সোমবার বিকেলে বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়ে পদত্যাগপত্র জমা দেন ৫৬ শিক্ষক। এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিসহ ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!