• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৮, ১১:৩৮ পিএম
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা: মালয়েশিয়ায় একটি বহুতল ভবন থেকে পড়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে দেশটির জহুর বারুরতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মোহাম্মদ তরিকুল (৩৪), আজমিন (২৭) ও সালাউদ্দিন (৪৪)।

সূত্র জানায়, মালয়েশিয়ার ৩১ তলার কনডমিনিয়ামের বিল্ডিং থেকে তিনজন বাংলাদেশি নিচে পড়ে যায়। পরে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ইমার্জেন্সি ৯৯৯ টেলিফোন নম্বরে ফোন করে পুলিশকে খবর দয়। সোমবার (৯ এপ্রিল) রাত পৌনে ৩টায় দেশটির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ওই তিন বাংলাদেশির লাশ উদ্ধার করে।

ইস্কান্দার পিউটারির ডেপুটি চিফ অব পুলিশ (অপারেশনস), সুপারিনটেনডেন্ট ইসমাইল ডালহা জানান, ৩১ তলা ভবনটির দ্বিতীয় ও চতুর্থ ফ্লোরের ওপর আটকা পড়ার পর তিনজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জহুরবারু সুলতানা আমিনা হসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক বিরাজ করছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!