• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
আইপিইউ সম্মেলন আজ শুরু

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০১৮, ০৪:২৩ পিএম
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

ঢাকা : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৮তম সম্মেলনে যোগ দিতে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার (২২ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে এই দলে ১৩ জন সংসদ সদস্য ও ৫ জন সহায়ক কর্মকর্তা রয়েছেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সহকারী পরিচালক মো. এমাদুল হক জানান, ২৩-২৮ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় এই সম্মেলনে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধিদল জোরালোভাবে তুলে ধরবে। মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আইপিইউর দেশগুলোকে আহ্বান জানানোর প্রস্তুতি রয়েছে।

প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, ডা. দীপু মনি, মো. হাবিবে মিল্লাত, এইচএম ইব্রাহীম, ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, মে. জে. (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, একেএম রেজাউল করিম তানসেন, বেগম রওশন আরা মান্নান, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, যুগ্ম সচিব বেগম ছুমিয়া খানম, উপসচিব মো. রফিকুল ইসলাম, চিফ হুইপের একান্ত সচিব মো. আকবর হোসেন ও মো. মাহাবুবুর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!