• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০১৭, ১১:৫১ এএম
মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন

ঢাকা: সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

বেলা সাড়ে ১১টায় মিনিটে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করা হবে্

হাসপাতালের দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারের (ওটি) বারান্দায় মুক্তামনির বাবা-মা ও আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছেন। তাদের সঙ্গে সেখানে গণমাধ্যমকর্মীরাও আছেন।

গত মঙ্গলবার সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে। এর পরই অস্ত্রোপচারের এ দিন ধার্য করা হয়।

ওটির সামনে অপেক্ষা করছেন মুক্তামনির বাবা-মা ও সাংবাদিকরা

শনিবার সকালে ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়, তবে তা-ই করবেন। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে। 

তাবে তার অস্ত্রোপচার শেষে হাতটি রাখা হয়েছে কিনা তা জানা যাবে সংবাদ ব্রিফিংয়ের পর।

গত ১২ জুলাই বিরল রোগ নিয়ে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় সাতক্ষীরার মুক্তামনি। পরীক্ষা করে রোগটি লিমফেটিক ম্যালফরমেশন বলে শনাক্ত করেন চিকিৎসকরা। এ রোগে তার এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারী হয়ে গেছে। সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফুলে যাওয়া অংশে। চার বছর ধরে এই ‘বোঝা’ বয়ে বেড়াচ্ছে ১১ বছরের ছোট্ট শিশুটি। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!